শেরপুর প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভায় সম্প্রতি মৃত্যুবরণকারী শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মরহুম জয়নুল আবেদীন ও বর্তমান সদস্য আবু হানিফের মাতা সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিনের শ্বাশুড়ী জরিনা বেগম, সাবেক সাধারণ সম্পাদক কাকন রেজার মাতা ও সাপ্তাহিক শেরপুরের সম্পাদক মরহুম আব্দুর রেজ্জাকের স্ত্রী মিসেস জাহানারা রেজ্জাক এবং সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলার বাবা ও সহ-সভাপতি এসএম শহিদুলের শ্বশুর প্রবীণ শিক্ষাবিদ সুরুজ্জামান মাস্টারের মৃত্যুতে সর্বসম্মতভাবে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।
শেরপুর প্রেসক্লাবের নির্বাহী পরিষদের এক সভা ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় ক্লাবের সভাপতি মোঃ শরিফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে ক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সিনিয়র সহ-সভাপতি জিএম বাবুল, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, রেদুয়ানুল হক আবীর, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সহ-সাংগঠনিক সম্পাদক জিএইচ হান্নান, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান মোরাদ, ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন সোহেল, প্রকাশনা সম্পাদক মারুফুর রহমান, নির্বাহী সদস্য এডভোকেট আলামগীর কিবরিয়া কামরুল প্রমুখ।
সভায় শেরপুর প্রেসক্লাবে ৪৩ ইঞ্চি একটি টেলিভিশন দান করায় সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: সেলিম মিয়াকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
এছাড়াও প্রেসক্লাবের উদ্যোগে আগামী ২৯ ফেব্রুয়ারি গারো পাহাড়ে গজনী অবকাশে আনন্দ ভ্রমণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়। এ কর্মসূচী বাস্তবায়নের জন্য পৃথক ৪টি উপ-কমিটিও গঠন করা হয়। একই সাথে প্রেসক্লাবের কার্যক্রম আরো গতিশীল করার জন্য আরো কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়েছে।