উৎসবমুখর পরিবেশে চলছে শেরপুর পৌর কর্মচারী সংসদের ভোটগ্রহণ। সকাল ১০ টা থেকে শুরু হয়ে ভোটগ্রহন চলবে দুপুর ২টা পর্যন্ত। মোট ৮০ টি ভোটের মধ্যে ভোটাররা তাদের নিজ নিজ প্রার্থীকে ভোট প্রয়োগ করছেন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন হাসান মাহমুদ সেলিম আলম।
নির্বাচনের পরিবেশ শৃঙ্খলা বজায় রাখতে শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, প্যানেল মেয়র-১ মো. নজরুল ইসলাম, প্যানেল মেয়র-২ মো. কামাল হোসেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. রহমতুল্লাহ, পৌরসভার হিসাব সহকারী মো. আকিব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য -মোট ৮ টি পদের মধ্যে ৭টিতেই বিনাপ্রতিদ্বন্দিতা নির্বাচিত হলেও এবার শুধু সভাপতি একটি পদে প্রতিদ্বন্দিতা করছেন মোট তিনজন প্রার্থী। প্রার্থীগণরা হলো, পৌর কর্মচারী সংসদের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুজ্জামান ঝন্টু (সাইকেল প্রতীক), সাবেক সাধারণ সম্পাদক এটিএম মোতাসিম বিল্লাহ জাকির (মোমবাতি প্রতীক), মো. আ. সাত্তার (আনারস প্রতীক)।