অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুর পৌরসভার ক্ষতিগ্রস্থ নিম্নাঞ্চলের বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে। পৌর শহরের দমদমা কালীগঞ্জ, তাতালপুর ও চাপাতলী এলাকার দুই শতাধিক নিম্ন আয়ের বন্যার্তদের মাঝে এ ত্রাণ সামগ্রি বিতরণ করেন শেরপুর জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও শেরপুর টাইমসের প্রকাশক আনিসুর রহমান আনিস। তিনি আসন্ন শেরপুর পৌরসভা নির্বাচনে সরকার দলীয় মেয়র মনোনয়ন প্রত্যাশী।
ত্রাণ সামগ্রি বিতরণের সময় শেরপুর পৌর শহরের ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী লিটনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় শহর আ’লীগের সভাপতি আবুল কাশেম, সাবেক পৌর কাউন্সিলর মতিউর রহমান মতি, শহর আ’লীগের যুগ্ম সম্পাদক ফারুক তালুকদার, ৫নং ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি কমল পাঠান, সহ-সভাপতি সুরুজ আলী মাষ্টার, সাংগঠনিক সম্পাদক চাঁন মিয়া প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় আনিস বলেন, “আমি এই শেরপুর শহরের সন্তান। সুখে দুঃখে অতীতেও আপনাদের পাশে ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকবো। আমি আপনাদের দোয়া চাই, এখন ব্যক্তিগত তহবিল থেকে যতটুকু পারি, পাশে দাঁড়ানো চেষ্টা করছি। যেন ভবিষ্যতে আপনাদের সাথে নিয়ে আপনাদেরই পাশে থাকতে পারি। আপনারা দোয়া করবেন।”
ত্রাণ বিতরণকালে স্থানীয় আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।