শেরপুর পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বৎসরের জন্য ৮১ কোটি ১৭ লক্ষ ৭৭ হাজার টাকার প্রস্তাবিত খসড়া বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ ২৬ জুন রোববার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
বাজেটে ১৬ কোটি ৫৭ লক্ষ ৭৩ হাজার টাকা আয় ও ১৫ কোটি ৬৯ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয় সম্বলিত রাজস্ব বাজেট এবং সরকারী মঞ্জুরী, তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতি করন প্রকল্প (UGIIP-III) জলবায়ু প্রকল্প (CCTE), ডিপিপি এমজিএসপি এবং মূলধনসহ ৬৪ কোটি ৬০ লক্ষ ৪ হাজার টাকা আয় ও ৫৪ লক্ষ ৮৭ লক্ষ ৬১ হাজার টাকা ব্যয় সম্বলিত উন্নয়ন বাজেটসহ সর্বমোট ৮১ কোটি ১৭ লক্ষ ৭৭ হাজার টাকার প্রস্তাবিত খসড়া উপস্থাপন করা হয়।
এসময় অন্যানোদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তাদির আহমেদ, শেরপুর জেলা পরিষদের প্রশাসক ও সাবেক পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড.চন্দন কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক প্রমুখ।