আগামী ২০২৩-২৪ অর্থ বছরের জন্য শেরপুর পৌরসভার ১২১ কোটি ৬১ লক্ষ ৬৯ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন আজ দুপুরে শেরপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন।
এসময় পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম, কামাল হোসেন, নাজমা বেগম, নারী নেত্রী শামসুন্নাহার কামাল, রাজিয়া সামাদ, সাবিহা জামান শাপলা ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ আরো অনেকে বাজেটের ওপর বক্তব্য রাখেন।
বাজেটে ১২১ কোটি ৬১ লক্ষ ৬৯ হাজার ২শ ৯০ টাকা আয়, ১০৯ কোটি ৬৪ লক্ষ ৬১ হাজার ব্যয় ও উদ্বৃত্ত ধরা হয় ১১ কোটি ৯৭ লক্ষ ৮ হাজার ২ শ ৯০ টাকা।