শেরপুর পৌরসভার মেয়র, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের ৬২তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে ৬ নভেম্বর শনিবার সন্ধ্যায় পৌর মুক্তমঞ্চে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ, বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি ও সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম। পৌর প্যানেল মেয়র নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন বেগম ফাতেমা, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব দুলাল মিয়া, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, মেয়রপত্নী শাহিনা আক্তার পারভীন, হুইপকন্যা ডা. শারমিন রহমান অমি ও সাদিয়া রহমান অপি, বিশিষ্ট শিল্পপতি সাদুজ্জামান সাদী, পৌর সচিব আবু লায়েছ মো. বজলুল করিম, অধ্যাপক তপন সারওয়ার প্রমুখ।
অনুষ্ঠানে জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ, পৌর প্যানেল মেয়র কামাল হোসেন ও নাজমা বেগমসহ অন্যান্য কাউন্সিলর ও পৌর কর্মকর্তা-কর্মচারীগণ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে গোলাম কিবরিয়া লিটন অতিথিদের নিয়ে ৬২তম জন্মদিনের কেক কাটেন।