শেরপুর পৌরসভার প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন কাউন্সিলর নজরুল ইসলাম , কামাল হোসেন ও নাজমা বেগম।
আজ ২৪ মার্চ বুধবার পৌর পরিষদের প্রথম মিটিং অনুষ্ঠিত হয়।
এ মিটিংয়ে পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের ঘোষণায় প্যানেল মেয়র-১ নির্বাচিত হয়েছেন ১নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, প্যানেল মেয়র-২ নির্বাচিত হয়েছেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন এবং প্যানেল মেয়র-৩ নির্বাচিত হলেন ৭,৮,৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজমা বেগম।
গত ১৪ ফেব্রুয়ারী চতুর্থ ধাপে অনুষ্ঠিত পৌর নির্বাচনে শেরপুর পৌরসভায় আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ২৯ হাজার ৬৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন আর সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিত হন ১ নং ওয়ার্ডে নজরুল ইসলাম, ২নং ওয়ার্ডে হাবিবুর রহমান হাবীব, ৩ নং ওয়ার্ডে রহমতুল্লাহ, ৪ নং ওয়ার্ডে নাহিদ, ৫ নং ওয়ার্ডে আঃ সাত্তার, ৬ নং ওয়ার্ডে কামাল হোসেন, ৭নং ওয়ার্ডে নিজাম, ৮নং ওয়ার্ডে বাবুল, ৯নং ওয়ার্ডে ইদ্রিস আলী গেন্দাকুল।
শেরপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৭৫ হাজার ৭৩৮ জন। এর মধ্যে ৫০২৩২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।