শেরপর নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি প্রশিক্ষণ কোর্সের নবীন শিক্ষার্থীদের
২৭ ফেব্রুয়ারি বুধবার আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়েছে।
এদিন নার্সিং ইনস্টিটিউট মিলনায়তনে প্রথম বর্ষে ভর্তি হওয়া ৫০ নবীন শিক্ষার্থীর হাতে রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা ও পরিচয়পত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. রেজাউল করিম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএমএ সভাপতি
ডা. এম এ বারেক তোতা, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ সভাপতি ডা. এটিএম মামুন জোস, বিএমএ সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ নাদিম হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ মো. গোলাম রব্বানী।
অনুষ্ঠানে জেলা হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাহিদ কামাল কেয়া, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আলমগীর মোস্তাক, ডা. রবিউল ইসলাম, ইংরেজী প্রশিক্ষক রাফিদুল আমিন দুখু এবং প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।