শেরপুর নারী রক্তদান সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ মে) বিকেলে নাগপাড়াস্থ খোলা আকাশের নিচে এ সভা অনুষ্ঠিত হয়।
নারী রক্তদান সংস্থার সদস্য সালমা আঞ্জুম মিঠির সঞ্চালনায় ও তিথি নন্দীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন শেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, নারী রক্তদান সংস্থার উপদেষ্টা শামীম হোসাইন, উদীচী সভাপতি অধ্যাপক তপন সারোয়ার, নারী উদ্যোক্তা আইরিন পারভীন, হিন্দু সম্পত্তিতে নারীর অধিকার বাস্তবায়ন কমিটির সভানেত্রী শম্পা দত্ত, সংস্থার ফেলো আবুল কালাম আজাদ প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনামুল হক, শুভংকর সাহা, এমদাদুল হক রিপন প্রমুখ।
বার্ষিক সভায় বিগত সময়ের কর্মকান্ড নিয়ে আলোচনাসহ আগামী দিনের কর্মসূচী নিয়ে বিষদ পরিকল্পনা গ্রহণ করা হয় । সংস্থার সাহসী সদস্যদের মধ্যে যাদের বিভিন্ন পরীক্ষার ফল বেড়িয়েছে সভায় তাদের স্মরণ করা হয় ।সংস্থার সদস্যদের মধ্যে যারা এবার নতুন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস হয়েছে তাদের প্রতি একতা, সততা, সেবার শুভেচ্ছা জানানো হয়। আর যাদের পরীক্ষা চলছে তাদের জন্য সাফল্য কামনা হয়। সভায় সকলের প্রতি রক্তদানে আরো সাহসী হবার আহ্বান জানানো হয় ।