শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম কিডনি সমস্যায় অসুস্থ হয়ে রাজধানী ঢাকার ধানমন্ডিস্থ পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি গত ৬ ফেব্রুয়ারি কিডনি রোগে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি হন। ৮ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৩দিন ওই হাসপাতালে তার ডায়ালাইসিস করা হয়।
এদিকে নাজিমের অসুস্থতার খবর পেয়ে ৭ ফেব্রুয়ারি সোমবার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের ৪নং ভবনের ৫১৫নং কেবিনে তাকে দেখতে যান জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।
ওইসময় তিনি তার সাথে কথা বলেন এবং চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন। ওইসময় জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত ও দাবা উপ-পরিষদের সভাপতি জাকির হোসেন বাবুলসহ স্বজনরা উপস্থিত ছিলেন।
নাজিম হক নাজিমের দ্রুত সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।