শেরপুরের প্রথম জেলাভিত্তিক অনলাইন গণমাধ্যম শেরপুর টাইমস ডটকমের ফেসবুক ফ্যান বা ভক্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। ফ্যান পেজটি এখন শেরপুরের অন্যতম জনপ্রিয় ফেসবুক ফ্যান পেজে পরিনত হয়েছে।
প্রতিষ্ঠালগ্ন থেকে একটি ফেসবুক পেজ চালু করা হলেও ২৮ হাজার ফ্যানসহ পেজটি আমাদের একজন এডমিনের ভুলবসত কারনে ডিলিট হয়ে যাওয়ার পর একদম শূন্য থেকে শুরু হওয়া এই পেজটি তার তথ্য সেবার ব্যবহারের মাধ্যমে শেরপুর জেলার মানুষের কাছে ব্যপক গ্রহনযোগ্যতা ও বিস্তারে নতুন গতি পেয়েছে এবং পছন্দনীয় সংবাদমাধ্যম হিসেবে স্থান করে নিয়েছে।
এ বিষয়ে শেরপুর টাইমস ডটকমের নিবার্হী সম্পাদক প্রভাষক মহিউদ্দিন সোহেল বলেন, ‘এটি আমাদের ক্রমবর্ধমান ডিজিটাল উপস্থিতির আরো একটি লক্ষণ। আমাদের ফেসবুক পেজ শেরপুরে খুব ভালো একটি এনগেজমেন্ট প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আমরা শুধু তথ্য সেবাই দিচ্ছিনা বরং প্রিয় এই জেলার বিশ্বব্যাপী ব্যান্ডিং করতে আমরা সচেষ্ট।বিভিন্ন সামাজিক ইস্যুতেও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট মহলের সাথে সেতুবন্ধন হিসেবে কাজ করে আমরা এগিয়ে থাকতে চাই ,এগিয়ে রাখতে চাই আমাদের প্রাণের শেরপুরকে ।যার ফলে মানুষ আমাদের এই পেজের বস্তুনিষ্ঠ সংবাদের উপর,কার্যক্রমের উপর নির্ভর করতে পারে বলেই এই পেজকে পছন্দ করে।
টাইমস সম্পাদক এস এ শাহারিয়ার মিল্টন এ বিষয়ে বলেন , আমাদের গণমাধ্যমটির ফেসবুক পেজ (https://www.facebook.com/Sherpurtimesnews)শেরপুরে শুধূ সংবাদ নয় বরং একটি পারষ্পরিক যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। এখানে বিভিন্ন বার্তা, ঘোষণা এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে নিয়মিত তথ্য প্রদান করে আমরা শেরপুরবাসীর সাথে তথা আমাদের পেজের ফ্যানদের সাথে যোগাযোগ রক্ষা করে চলি।
শেরপুর টাইমস ডটকমের প্রকাশক ও শেরপুর জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান বলেন , আমাদের একদল নিবেদিত কর্মী আছেন যারা সারাদিনই খবরের পিছনে ছুটেন, তুলে আনেন শেরপুরের প্রতিটি মুহুর্ত । শেরপুর জেলাবাসী সারাবিশ্বে যে প্রান্তেই থাকুক না কেন তারা আমাদের এই গণমাধ্যমটি মাধ্যমে গ্রহন করতে পারে ধোয়া তোলা তাঁজা সব খবর । আমাদের পাশে থাকার অনুরোধ প্রিয় শেরপুরবাসীর।