শহর প্রতিবেদক : শেরপুরের বিশিষ্ট সমাজ সেবক, তরুণ শিল্পপতি ও অনলাইন নিউজ পোর্টাল শেপুর টাইমসের চেয়ারম্যান আনিসুর রহমনের বাবা আব্দুল কাদের (৭৬) আর নেই। তিনি আজ শনিবার দুপুরে তার নবীনগরস্থ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নাল্লিহি….. রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন।
বাদ এশা নবীনগর হাজীর খলায় তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে শেরপুর টাইমসের উপদেষ্টা সম্পাদক রফিদ মজিদ, সম্পাদক শাহরিয়ার মিল্টন, নির্বাহী সম্পাদক মহিউদ্দিন সোহেল, ব্যবস্থাপনা সম্পাদক সাবিহা জামান শাপলা, বার্তা সম্পাদক এম সুরুজ্জামান ও ডেস্ক কো-অর্ডিনেটর ইমরান হাসান রাব্বী গভীর শোক প্রকাশ করেছেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।