ঢাকায় বসবাসরত শেরপুর জেলার নাগরিকদের সংগঠন শেরপুর জেলা সমিতির দুইবছর মেয়াদী কমিটি গঠিত হয়েছে। আজ ১৬ নভেম্বর ঢাকাস্থ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এ অনুষ্ঠিত এক সাধারণ সভায় এ কমিটি গঠিত হয়।
কমিটিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো.নজরুল ইসলামকে সভাপতি ও ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আব্দুর রাজ্জাককে মহাসচিব করে ৭১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
বর্তমান কমিটির সভাপতি অধ্যাপক মো: সোহরাব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা, নিজ নিজ মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে শেরপুর জেলার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যাক্ত করেন এবং সেইসাথে শেরপুরবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন।