শেরপুরে এক আওয়ামী লীগ নেতার দায়ের করা হামলা মামলার অন্যতম আসামী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. হযরত আলীর জামিন মঞ্জুর করেছে আদালত। রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জেলা চীফ জুডিসীয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই বিএনপি নেতা হাজির হয়ে জামিনে আবেদন করলে আদালতের বিচারক মো. সাইফুর রহমান তার জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর শেরপুর সদর উপজেলার বলাইচর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ছামিদুল ইসলাম বাদী হয়ে কুমরার চর আদর্শ গ্রামে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীর উপর হামলার অভিযোগ এনে বিএনপি’র সাধারণ সম্পাদক মো. হযরত আলী, স্থানীয় বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মো. দুলাল মিয়াসহ ২৯ জন নামীয় এবং আরো ৫০ থেকে ৬০ জন অজ্ঞাত নামা ব্যাক্তিকে আসামী করে শেরপুর সদর থানায় মামলা দায়ের করেন।
শেরপুর টাইমস/ বা.স