শেরপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হযরত আলী সহ যুবদল-ছাত্রদলের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার বিকালে সদর থানা পুলিশ তাদের আটক করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বিএনপি নেতা হযরত আলীকে একটি বিস্ফোরক মামলায় গ্রেফতারের কথা জানিয়েছেন। গ্রেফতারকৃত অন্যরা হলো-শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিঠু মিয়া, ছাত্রদল কর্মী অমিত পাল, জয় চক্রবর্তী ও সাইফুল আলম সানী। শহরের সজবরখিলা ও গৃদ্দানারায়ণপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
রাতে গ্রেফতারকৃতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদকর্মীদের অবহিত করা হবে, এমনটাই জানিয়েছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম।