শেরপুরে জেলা প্রশাসনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় জেলা সার্কিট হাউজে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুলতান মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম,
পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ রেজাউল করিম, এনএসআই’র উপ-পরিচালক হাবিবুর রহমান, জেলা খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন, সওজ’র নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ, নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক বাক্কার, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, জে এন্ড এস ফুড এন্ড বেভারেজ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন, জেলা বিএমএ সভাপতি ডাঃ এমএ বারেক তোতা, সাধারণ সম্পাদক ডাঃ নাদিম হাসান, জেলা স্বাচিপ সভাপতি ডাঃ এটিএম মামুন জোশ, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।