শেরপুর জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
৪ সেপ্টেম্বর রোববার সকালে শেরপুর জেলা পুলিশ লাইন্স, ড্রিল শেডে জেলা পুলিশের সেপ্টেম্বর-২০২২ খ্রিঃ মাসের কিট প্যারেড অনুষ্ঠিত হয়।
কিট প্যারেড পরিদর্শন করেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক।
এসময় তিনি জেলা পুলিশের সকল সদস্যকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রোল অনুসরণ পূর্বক উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন যাপনসহ সততা ও পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান। এছাড়াও যে সকল পুলিশ সদস্যের কিট সামগ্রী পাওনা রয়েছে তাদেরকে সংগ্রহ করার নির্দেশ প্রদান করেন।
কিট প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন পুলিশ লাইন্সের আরআই সৈয়দ আলমগীর হোসেন।