অবশেষে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেরপুর জেলা পরিষদ নির্বাচনে দুই প্রভাবশালী প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দলীয় মনোনয়ন পাওয়া এডভোকেট চন্দন কুমার পাল ও একই দলের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক হুমায়ুন কবীর রুমান মনোনয়ন দাখিল করেছেন।
শেরপুর জেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে দলের নেতাদের সাথে নিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সংগঠনের জেলা সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল জেল প্রশাসক সাহেলা আক্তারের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।
অপরদিকে বিদ্রোহী প্রার্থী ও বর্তমান জেলা পরিষদের প্রশাসক আওয়ামীলিগের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবীর রুমান জেলা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র দাখিল করেন।
গত নির্বাচনেও দলীয় প্রার্থী এডভোকেট চন্দন কুমার পালের সাথে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন হুমায়ুন কবীর রুমান। তবে এবার উভয় প্রার্থীই বিজয়ের ব্যাপারে আশাবাদী।
এছাড়াও জাতীয় পার্টির জেলা সভাপতি সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস উদ্দিন ও জেলা পরিষদের সাবেক সদস্য জাকারিয়া বিষু চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন বলে জানা গেছে।
এদিকে জেলার পাচটি উপজেলার সাধারণ সদস্য পদে ৫ জন এবং ২টি সংরক্ষিত নারী আসনের প্রতিটিতে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জেলা প্রশাসক সাহেলা আক্তার জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন সম্পন্ন করবো। এতে আমাদের কোন ধরনের ত্রুটি থাকবেনা।
সটঃ সাহেলা আক্তার, জেলা প্রশাসক, শেরপুর।