শেরপুর জেলা পরিষদ কর্তৃক গরিব শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। ৪ জুলাই মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ হল রুমে এ মেধাবৃত্তি প্রদান করা হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ছানোয়ার হোসেন ছানু। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান সাব্বির আহম্মদ খোকন, সদস্য আব্দুল খালেন, ছানুয়ার হোসেন ছানু, আঞ্জুমানারা বেগম প্রমূখ।
আলোচনা সভা শেষে জেলার ২০২ জন এসএসসি পাশ শিক্ষার্থীকে ৪ হাজার এবং এসএইচসি পাশ ৬ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ২০৮ জন শিক্ষার্থীকে ৮ লাখ ৩৮ হাজার টাকার এককালীন বৃত্তি প্রদান করা হয়।
এ সময় জেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা, পরিষদের সদস্য এবং শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।