বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ১৫ আগষ্ট মঙ্গলবার থেকে শেরপুর জেলা পরিষদ মিলনায়তনে ৩ দিনের আলোক চিত্র প্রদশর্নীর উদ্বোধন করা হয়েছে। শেরপুর জেলা পরিষদ এ চিত্র প্রদশর্নীর আয়োজন করেছে। দুপুরে শেরপুর ৩ আসনের এমপি প্রকৌশলী ফজলুল হক ফিতা কেটে প্রদশর্নীর উদ্বোধন করেন। জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গনি, সদর উপজেলা চেয়ারম্যান মো. ছানোয়ার হোসেন ছানু, নকলা উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, শেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একে এম রিয়াজুল হাসান প্রমূখ। বক্তারা এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করার জন্য জেলা পরিষদ চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে বলেন, এসব ছবি নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সর্ম্পকে জানতে উদ্বুদ্ধ করবে।
চিত্র প্রদশর্নীতে জাতির জনকের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অর্ধ-শতাধিক দূর্লভ ছবি স্থান পেয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারের আরও প্রায় ৫০টি ছবি প্রদশর্নীতে স্থাপন করা হয়েছে। আগামী ১৭ আগষ্ট পর্যন্ত এ প্রদশর্নী চলবে।