বাংলাদেশ ছাত্রলীগ শেরপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষনাকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের পূর্বের কমিটির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাটের নেতৃত্বে জেলা ছাত্রলীগের একাংশ আজ রোববার সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল বের করে।
এসময় মিছিল শেষে শহরের তিনআনী বাজার মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে আগামীকাল সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় পদবঞ্চিত বিক্ষুব্ধরা। সমাবেশে জেলা ছাত্রলীগের পূর্বের কমিটির সাধারণ সম্পাদক নাজমূল ইসলাম সম্রাট, ছাত্রলীগ নেতা আব্দুল কুদ্দুছ, শাহীন, সোহাগ সহ অন্যান্য নেতা-কর্মী বক্তব্য রাখেন।
পদবঞ্চিত বিক্ষ্দ্ধুরা শহরের তিনানি বাজার মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় নবঘোষিত এই কমিটিকে অবৈধ ঘোষনা করে । একই সাথে এর প্রতিবাদে শেরপুরে সোমবার সকাল – সন্ধ্যা সর্বাত্বক হরতাল ঘোষনা করে।
জানাগেছে, শনিবার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত তাদের দলীয় প্যাডে এক বছরের জন্য সোয়েব হাসান শাকিলকে সভাপতি ও মতিউর রহমান মতিনকে সাধারন সম্পাদক করে আংশিক কমিটি ঘোষনা করেন।