বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও বিজয়ের ৫০ বছর উদযাপন উপলক্ষে ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
শেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ শনিবার ১৮ ডিসেম্বর সন্ধ্যায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী।
খেলা ছয়টি হলো ব্যাডমিন্টন, কাবাডি, ভলিবল, টেবিলটেনিস, হ্যান্ডবল ও এথলেটিক্স।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদির আহমেদ, এনডিসি সাদিক আল সাফিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জান্নাতুল ফেরদৌস প্রিয়া, সম্পাদিকা কোহিনূর রহমান বিদ্যুৎ, জেলা মহিলা সংস্থার সভাপতি নাসরিন বেগম ফাতেমা, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সিনিয়র সহ সভাপতি মলয় মোহন বল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, ব্যাড মিন্টন উপ কমিটির সাধারণ সম্পাদক অজয় চক্রবর্তী জয়, টেবিল টেনিস উপ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ বদরুল হক রিজভীসহ বিভিন্ন ক্রীড়াবিদ ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।