হারুন অর রশিদ দুদু/ রমেশ সরকার
শেরপুর জেলা কৃষকলীগের ত্রি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) গজনী অবকাশ কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লা।
সম্মেলনের ১ম পর্বে আলোচনা সভায় জেলা কৃষকলীগ আহবায়ক আব্দুল কাদিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের এমপি প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁন। যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম মিজুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এ্যাড. খন্দকার সামছুল হক এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সমীর বিশ্বাস এমপি, যুগ্ম-সাধারন সম্পাদক সমীর চন্দ, এ্যাড. উম্মেকুলসুম স্মৃতি এমপি, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, ময়মনসিংহ জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান ও শেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু।
সম্মেলনের ২য় পর্বে কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে জেলা কৃষক লীগের সভাপতি ও সাধারন সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে একাধিক প্রার্থী না থাকায় আব্দুল কাদির সভাপতি ও শফিকুল ইসলাম মিজু সাধারন সম্পাদক নির্বাচিত হন।
শেরপুর টাইমস/ বা.স