শেরপুর জেলা কৃষকলীগের আহবায়ক কমিটি গঠণ উপলক্ষে শ্রীবরদীতে বুধবার দুপুরে আ’লীগ, কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে। দলকে গতিশীল ও প্রানোবন্ত করার লক্ষে দীর্ঘদিন পরে গত ৩ এপ্রিল শেরপুর জেলা কৃষকলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক শামছুল হক রেজা আব্দুল কাদেরকে আহবায়ক এবং আনোয়ার হোসেন সুরুজ, শফিকুল ইসলাম মিজু ও সেলিম মিয়াকে যুগ্ম-আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট শেরপুর জেলা কৃষক লীগের কমিটি অনুমোদন দিয়েছেন। এ উপলক্ষে নব গঠিত শেরপুর জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল কাদের শ্রীবরদীতে আসলে নেতা-কর্মীরা নতুন আহবায়ককে স্বাগত জানায় এবং মিষ্টি বিতরন করে। এসময় উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নেহাল উদ্দিন নেফাজ, যুবলীগ আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল, স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম-আহবায়ক আব্দুল মোতালেব, কাকিলাকুড়া ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল মোতালেব, ভেলুয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদকও উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান আরজু, মানিক ও শরীফসহ শতাধিক নেতা-কর্মী।