শেরপুর জেলা কৃষকলীগের বর্তমান কমিটি বিলুপ্ত করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রিয় কৃষকলীগের সভাপতি আলহাজ্ব মোতাহারুল ইসলাম মোল্লা ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট খোন্দকার শামসুল হক রেজা গত ৩ এপ্রিল ওই কমিটি অনুমোদন দেন। জেলা কৃষকলীগের আহবায়ক কমিটির পক্ষ থেকে ৫ এপ্রিল বুধবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন আহবায়ক কমিটির তালিকা গণমাধ্যম কর্মীদের কাছে হস্তান্তর করা হয়।
স্বাক্ষরিত কমিটিতে নালিতাবাড়ী উপজেলার ১ নং পোড়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজাদ মিয়ার নাম অন্তরভুক্ত করায় ইউনিয়নবাসীর পক্ষ থেকে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং অভিন্দন জানিয়েছেন চেয়াম্যান মোঃ আজাদ মিয়া। সুত্রে জানা যায়, আগামী ১ মাসের মধ্যে সম্মেলন করে নতুন কমিটি কেন্দ্রিয় কমিটির কাছে পাঠানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।