শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এ.জেড মোরশেদ আলী। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ বিল্লাল হোসেন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ সারোয়ার জাহান, কমিউনিটি পুলিশের সভাপতি কাজী মতিউর রহমান মতি, বিআরটিএ সহকারি পরিচালক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ রেজাউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সে দিকে লক্ষ্য রাখার জন্য এবং জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলের সহযোগিতা কামনা করা হয়।