শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ জুন) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির প্রধান উপদেষ্টা বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। এসময় তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাজারে ক্রেতা সাধারণের নিরাপত্তা ভাবে মার্কেট করা এবং সকল শ্রেণি-পেশার মানুষ ঈদুল ফিতর উদযাপন নির্বিঘ্নে করায় নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকায় সন্তোষ প্রকাশ করেছেন। অপরদিকে জেলার শ্রীবরদী উপজেলায় সম্প্রতি শিশু ধর্ষণ আশংকা জনক হারে বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। এছাড়াও জেলা সদর হাসপাতালে জখমী সনদ সরবরাহে অনিয়ম, শহরের মদের দোকানে নিম্ন মানের মদ বিক্রির বিষয়ে ব্যবস্থা গ্রহণ, শহরের অবাধে গরু বিচরণে জনভোগান্তি লাঘবে গরুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ নানা বিষয়ে উপর গুরুত্ব আরোপ করেন তিনি।
জেলা প্রশাসক আনার কলি মাহবুব এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম এহছানুল মামুন’র সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন, নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ, শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ সারোয়ার জাহান, এমওসিএস ডাঃ মোবারক হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আ স ম নুরুল ইসলাম হীরু, স্থানীয় সরকার বিভাগের সহকারি কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাত, জেলা শিক্ষা অফিসার মোঃ মোকছেদুর রহমান, শেরপুর সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ডিআইও-১ মোঃ মোখলেছুর রহমান প্রমুখ।