আজ ২৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতি’র বার্ষিক নির্বাচনের ভোট গ্রহন সুষ্ঠ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টা থেকে ৩ টা পর্যন্ত এক টানা ভোট গ্রহন চলে। জেলা আইনজীবী সমিতি’র কার্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ১৯৪ জন ভোটার ভোট প্রদান করেন। প্রতিবারের মতো এবারও আওয়ামীলীগ ও বিএনপি পন্থি পৃথক দুইটি প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হয়।
তবে এবার বিএনপি পন্থি প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থীর মনোনয়পত্র বাতিল হওয়ায় আওয়ামী পন্থি প্যানেলের সাধারণ সম্পাদক
তরিকুল ইসলাম ভাসানী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। ফলে এবার ১১ টি পদের মধ্যে ১০ টি পদে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
সাধারণ ভোটাররা ভোট কক্ষের ভিতর লাইনে দাড়িয়ে ভোট দেন।
অপরদিকে উভয় প্যানেলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোট কেন্দ্রের বাইরে শেষ বারের মতো ভোট প্রার্থনা করে শুভেচ্ছ বিনিময় করেন। যদিও অন্যবারে মত উৎসবের আমেজ ছিল না ভোট কেন্দ্রে।
আজ রাতের মধ্যেই ভোট গননা শেষে ফলাফল ঘোষনা করবেন নির্বাচন কমিশন।