শেরপুর-জামালপুর সড়কের দুটি কজওয়েতে দুটি ব্রীজ হচ্ছে বলে জানিয়েছেন শেরপুর সদর আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক । সংগত কারণেই এখানে বর্ষা মওসুমে মানুষের দূর্ভোগ আর থাকছেনা বলে তিনি আরো বলেন ,শেরপুরের বিভিন্ন নদ-নদীগুলো খননের প্রয়োজন। সরকারের পাশাপাশি স্থানীয়ভাবে হলেও নদী খনন করতে হবে।
তিনি আজ শেরপুর সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটি ও উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যকালে উপরোক্ত কথা গুলো বলেন।
সদর উপজেলা চেয়ারম্যান মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, মো: আমির আলী, আলাহাজ্ব মো: হাবিবুর রহমান, আব্দুল মজিদ প্রমুখ।
সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন ও জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।