শেরপুর জেলা ট্রাক, মিনিট্রাক, ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা-৩২৭৭) ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আরিফ রেজা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাধারণ সম্পাদক পদে হোসেন আলী ও কার্যকরী সভাপতি পদে ফারুক আহমেদ নির্বাচিত হয়েছেন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আমজাদ হোসেনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। শুক্রবার (২০, সেপ্টেম্বর ) শেরপুর পৌর ট্রাক টার্মিনাল প্রাঙ্গণে সংগঠনের কার্যকরী পরিষদের ১১টি পদের মধ্যে ৯টি
পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
শনিবার (২১, সেপ্টেম্বর ) ভোরে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবুল মানসুর স্বপন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফল অনুযায়ী, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হোসেন আলী পেয়েছেন ১ হাজার ৬৬২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী মাহমুদ পেয়েছেন ৮৩২ ভোট। কার্যকরী সভাপতি
পদে নির্বাচিত ফারুক আহম্মেদ পেয়েছেন ১ হাজার ৪৩৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আলমগীর বিষু পেয়েছেন ৮৬৬ ভোট। নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি মো. বাদশা মিয়া, সহসাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. নবী হোসেন বিল্লাল, কোষাধ্যক্ষ মো. জাহিদুল ইসলাম পলাশ, প্রচার সম্পাদক মো. আবুল কালাম সরকার, দপ্তর সম্পাদক মো. আব্দুল হামিদ ও কার্যকরী সদস্য মো. ফারুক হোসেন।
প্রধান নির্বাচন কমিশনার আবুল মানসুর স্বপন জানান, নির্বাচনে সংগঠনের ৩ হাজার ৪২৫ ভোটারের মধ্যে ২ হাজার ৫৬৬ জন ভোট দেন।