শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ১৮টি দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
২ জানুয়ারি (রবিবার) সকাল ৬ টার দিকে কুসুমহাটি বাজারে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয় ও ফায়ারসার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্র পাত ঘটে। পরে মূহুর্তেই আগুন সর্বত্র ছড়িয়ে পরলে গোডাউন, কসমেটিক মনোহারি দোকানসহ ১৮ টি দোকান সম্পূর্ণভাবে ভস্মিভূত হয়। তবে স্থানীয়দের দাবি তাদের প্রায় দুই কোটি টাকার মত ক্ষতি হয়েছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান মোঃ আব্দুল হাই জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্র হয়েছে। পাশাপাশি দোকানগুলো টিন শেডের হওয়ায় সহজে অনান্য দোকানগুলোতে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
শেরপুর ফায়ার সার্ভিস (সিভিল ডিফেন্স) সহকারী পরিচালক জাবেদ তারেক জানান, সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সেখানে ১৮ টি দোকান পুড়ে গেছে এবং আনুমানিক প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।