সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনেই অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত। নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে, মাস্ক পরে, নিজ নিজ জায়নামাজ নিয়ে নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
শুক্রবার (১৪ মে) সকাল ৯ টায় শেরপুর কালেক্টরেট জামে মসজিদে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
জেলা কালেক্টরেট জামে মসজিদে সকল মুসল্লিদের সাথে নামাজ আদায় করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি, স্থানীয় সরকার উপ-পরিচালক এ,টি,এম জিয়াউল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ তোফায়েল আহমেদ,সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ আল মামুন, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনসহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারিবৃন্দ।
নামাজের ইমামতি করেন, ক্বারী ও মাওলানা মোঃ হযরত আলী নামাজ শেষে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য বিষেশ ভাবে মোনাজাত করা হয়।