শেরপুর উপজেলা শিশু ফোরামের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি ও সম্পাদক পদে নির্বাচিত হয়েছে যথাক্রমে শাহরিয়ার হোসেন ও সীপা আক্তার। অন্য পদে নির্বাচিতরা হলো- সহ-সভাপতি মোছা: শারমিন আক্তার, সহ-সম্পাদক মোছা: সালমা আক্তার, কোষাধ্যক্ষ মো. ইসলাম মিয়া, সাংগঠনিক সম্পাদক রেখা আক্তার, কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট সম্পাদক তুষ্টি বিশ্বাস, খেলাধুলা ও সাংস্কৃতিক সম্পাদক আকাশ আলী। শিশু কল্যাণ সম্পাদক ও কার্য নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যথাক্রমে জিনিয়া আক্তার, শ্রাবন্তী চৌহান, নাঈম ইসলাম।
শেরপুর পৌর টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা শিশু ফোরাম নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন সাংবাদিক মো. মুগনিউর রহমান মনি। নির্বাচনে সহযোগিতা করেন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, শেরপুর এপিসি।
শেরপুর শিশু ফোরাম নির্বাচন উপলক্ষে শুক্রবার ( ৩০ জুন ) পৌর টাউন হল মিলনায়তনে সচেতনতা বৃদ্ধি কর্মশালা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন খেলাঘরের সভাপতি অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, সংস্থার কর্মকর্তা সায়মন এস সাংমা, শিশু ফোরামের প্রধান নির্বাচন কমিশনার মো. মুগনিউর রহমান মনি প্রমুখ।