জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ আগামীকাল বৃহষ্পতিবার শেরপুর সফরে আসছেন। তিনি সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টার যোগে শেরপুরে এসে পৌঁছাবেন বলে শেরপুর টাইমসকে নিশ্চিত করেছেন সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা জাপা সভাপতি আলহাজ্ব ইলিয়াস উদ্দিন ।
শেরপুর জেলা প্রশাসন বরাবর পাঠানো এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের পোড়া দোকান এলাকায় এরশাদ বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন বলে জানিয়েছেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম জিয়াউল ইসলাম (উপসচিব)।
এরশাদের সাথে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, দলটির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যসহ অন্যান্য সফরসঙ্গীরা উপস্থিত থাকার কথা রয়েছে।
ত্রাণ বিতরণ শেষে দুপুরে হেলিকপ্টারযোগে জামালপুর জেলায় কর্মসূচি শেষে ঢাকায় ফিরে যাবেন এরশাদ।