শেরপুর ধর্মীয় কাজের সুবিধার্থে সদর উপজেলা পরিষদের তরফ থেকে বৃহস্পতিবার (১ আগষ্ট) সদর উপজেলার ৯১ মসজিদ ও দুটি মন্দিরে একটি করে মাইক বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব মাইক ইমাম ও মুয়াজ্জীনদের হাতে তুলে দেন উপজেলা চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন ছানু।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ আল মামুন, ভাইস চেয়ারম্যান মো. বায়োজিদ হাসান, শামীম আরা বেগম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমির আলী চেয়ারম্যান, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম চেয়ারম্যান, চরমোচারিয়া ইউপি চেয়ারম্যান মো. খোরশেদুজ্জামান কামারের চর ইউপি চেয়ারম্যান যুবলীগ সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব প্রমূখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন ছানু বলেন, মসজিদে আযানসহ নানা ধর্মীয় কাজে মাইক লাগে। সদর উপজেলার অনেক গ্রামে এমন অনেক মসজিদ আছে যেখানে মাইক নেই। তাই পরিষদের পক্ষ থেকে ৯১টি মসজিদে মাইক দেওয়া হচ্ছে।