ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে শিশুদের চিত্রাংকন ও বঙ্গবন্ধুর ভাষন বলা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে। ৭ মার্চ বুধবার জেলা শিশু একাডেমী প্রাঙ্গনে অনুষ্ঠিত এসব প্রতিযোগীতার সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খান।
প্রতিযোগীতায় শহরের বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থী পৃথক তিনটি করে গ্রুপে মোট ৬ টি গ্রুপে প্রতিদ্বন্দ্বীতা করেন। বিজয়ীদেরকে আগামী ১৭ মার্চ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।