ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শেরপুরে শিশুদের চিত্রাংকন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ পরিবেশন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
৭ মার্চ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমীর যৌথ আয়োজনে জেলা শিশু একাডেমী মিলনায়তনে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগীতায় ভাষণ পরিবেশন এবং চিত্রাংকনে পৃথক ৩টি করে মোট ৬ টি বিভাগে জেলার বিভিন্ন স্কুল ও সংগঠনের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবসে বিজয়ীদেরকে পুরস্কার বিতরণকরা হবে বলে নিশ্চিত করেছে আয়োজক সূত্র ।