শেরপুরে ড্রাগ এনফোর্সমেন্ট টিম ও সদর থানা পুলিশের অভিযানে গাঁজা, ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার ( ৪ জানুয়ারি ) ভোর পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এরা হলেন, সদর উপজেলার হরিণধরা গ্রামের মেছের আলীর ছেলে সুজন আলী (৩২), পৌর শহরের কসবা কাজীগলি এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে নুর শাহিন (৩০), কসবা কাচারিপাড়া এলাকার করিমুজ্জামানের ছেলে রকি মিয়া (২২), চাপাতলী এলাকার আব্দুল আওয়ালের ছেলে পারভেজ (২৬), হবি মিয়ার স্ত্রী আমেনা বেগম (৪৪), শিববাড়ি এলাকার মৃত সেরনিয়াবাত এ ওয়াদুদের ছেলে জব্বার উদ্দিন সালেম (৪০) ও ধোবাঘাট এলাকার মৃত সোহরাব আলীর ছেলে হারুনুর রশিদ (৩৫)।
অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার্স) মাহমুদুল হাসান ফেরদৌসের নেতৃত্বে জেলায় নবগঠিত ২১ সদস্যবিশিষ্ট ড্রাগ এনফোর্সমেন্ট টিমের অধীনে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান ও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল আলম ভূইয়া সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন। এসময় ৩ কেজি গাঁজা ও বিভিন্ন পরিমাণ ইয়াবা-হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম জানান, এসব ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের হয়েছে।