শেরপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে চার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। আজ সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনূর জাহানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, শেরপুর শহরে ভেজাল খাদ্য পরিবেশন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় শহরের বাস ষ্ট্যান্ড বিসমিল্লাহ হোটেলকে ২হাজার ৫০০ টাকা, মাইসাহেবা ভ্যারাটাইজ ষ্টোরকে ২হাজার টাকা, খরমপুর হোটেল বাগদাদ ও গরীব হোটেলে ১ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এসময় আইন শৃংখলা বিভাগের সদস্যরা উপস্থিত ছিল।