শেরপুরে তাহমিদ নামের ৪ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুর দুইটার দিকে জেলা শহরের সজবরখিলা মহল্লা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিশু তাহমিদ ওই মহল্লার শিক্ষক দম্পতি আব্দুল মালেক ও জহুরা পারভীনের ছেলে।
নিহত তাহমিদের বড় ভাই রাফি জানায়, আজ সকাল সাড়ে ১০ টার সময় তাহমিদ ও তাওহিদ যমজ ভাইকে নিয়ে বাড়ির সামনের রাস্তায় খেলা করছিলাম । এমন সময় আমার এক বন্ধুর ডাকে তাদেরকে বাসায় রেখে সামনের দোকানে যাই। ফিরে এসে শুনি এলাকাবাসী তাহমিদকে হাসপাতালে নিয়ে গেছে। পরে হাসপাতাল থেকে মৃত অবস্থায় তাকে বাসায় ফিরিয়ে আনা হয়।
পরে জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেশ কিছু আলামত সংগ্রহ করে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে শেরপুর টাইমসকে জানান, আমরা ধারণা করছি এটি একটি হত্যাকান্ড , তবে কে বা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।