শেরপুরে ৪ অক্টোবর থেকে পক্ষকালব্যাপি খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস । আজ এ উপলক্ষ্যে শেরপুরে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুল রউফ।
কর্মশালায় বলা হয়, আগামি ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত জেলায় এবার ১৩৪৬ টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সি ২২ হাজার ৮২৪ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সি ১ লাখ ৭৯ হাজার ৭১২ জন শিশুদের এ ভিটামিন এ প্লাস টিকা খাওয়ানো হবে।
এসময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।