শেরপুরে ৩ দিন ব্যাপী কৃষি ঋণ মেলা উদ্বোধন হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ডিসি উদ্যান চত্তরে এ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।
এসময় বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অঞ্চলের যুগ্ম পরিচালক শফিকুল ইসলাম, কৃষি ব্যাংকের যুগ্ম আঞ্চলিক ব্যাবস্থাপক মোহাম্মদ জামাল উদ্দিন, জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক ড. সুকল্প দাস, অতিরিক্ত পুলিশ সুপার এবি সিদ্দিক প্রমূখসহ সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় সরকারী বেসরকারী বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে ৫ জন ঋণ গ্রহিতাকে বিভিন্ন অংকের ঋনের চেক বিতরণ করা হয়। তিন দিনব্যাপী এ মেলায় ২৪ টি সরকারী ও বেসরকারী ব্যাংকের স্টল প্রদর্শন করা হয়েছে।