শেরপুরে তিনদিন ব্যাপি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে । আজ সকাল সাড়ে এগারোটার দিকে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে এ বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্ভোধন করেন জেলা প্রশাসক ড.মল্লিক আনোয়ার হোসেন।
জেলা প্রশাসক কার্যালয় , চিফ জুডিশিয়াল আদালত, পুলিশ সুপারের কার্যালয় ও জজ কোর্ট এ চারটি গুরুত্ব পূর্ন কার্যালয়ের প্রাঙ্গনকে ময়লা আর্বজনা মুক্ত রাখতে এ বিশেষ পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন করছে শেরপুর পৌরসভা।
এসময় শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) আমিনুল ইসলাম , শেরপুর সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী সুপ্তা চাকমা, শেরপুর প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, ঝিনাইগাতী আওয়ামীলীগের সভাপতি শাহ আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম , পৌরসভার সচিব আ ন ম বজলুল হক বাপ্পী সহ পৌর কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
পরে জনসাধারনের ময়লা ফেলার সুবিধার্থে ডিসি অফিস চত্তরে ১৫ টি ময়লার ঝুড়ি স্থাপন করা হয়।