শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে। ২২ মার্চ বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত উল আলম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহানের নেতৃত্বে শহরের মাধবপুর এলাকার দেশ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ও সেবা প্যাথলজি ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
শেরপুরের এনডিসি মাসুদ রানা ওই তথ্য নিশ্চিত করে জানান, পরিচ্ছন্নতার অভাব, নিম্নমানের সেবা ও অদক্ষ জনবল দ্বারা প্রতিষ্ঠান দুটি পরিচালিত হওয়ায় প্রত্যেকটিকে ৮ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, এখন থেকে প্রতিটি প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারে এ ধরনের অভিযান পরিচালিত হবে।