শেরপুর সদর উপজেলার কুলুরচর বেপারিপাড়া গ্রামে পিতার বিরুদ্ধে ২৮ দিনের শিশু কন্যা কাজলীকে আঁছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পিতা লাভলু মিয়া পলাতক রয়েছে। সোমবার ভোর রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সদর থানার এসআই রুবেল মিয়া জানান, গত ১৮ নভেম্বর রোববার বিকেলে কুলুরচর বেপারী পাড়া গ্রামের ঋণগ্রস্থ লাভলু মিয়া স্ত্রীর কাছে টাকা চায়। স্ত্রী টাকা না দিতে পারায় লাভলু রাগে-ক্ষোভে ফেটে পড়ে। এক পর্যায়ে ২৮ দিনের কন্যা শিশু কাজলীকে হাতে নিয়ে বাড়ির উঠানে আঁছাড় দেয়। পরে গুরুতর আহতবস্থায় শিশু কাজলীকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ নভেম্বর সোমবার ভোরে শিশুটি মারা যায়। এ ঘটনার পর থেকে লাভলু মিয়া পলাতক রয়েছে। এদিকে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মৃত শিশুটির মরদেহের সুরত হাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মরদেহ শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।
শেরপুর সদর থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক পিতাকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান চলমান রয়েছে।