শেরপুরের শ্রীবরদীতে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে, শুক্রবার রাত পৌনে ৯টায় শ্রীবরদী শহরের বটতলা বাজারে মাদক বেচাকেনার সময় ডিবির এসআই এলাহীর নেতৃত্বে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী আব্দুল আল মামুন (২৭) জামালপুর বকশীগঞ্জ উপজেলার টিকরকান্দী গ্রামের গোলাম হোসেনের ছেলে।
শেরপুর ডিবি ওসি কামরুজ্জামান তালুকদার শেরপুর টাইমসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।