শেরপুর জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে ২য় বিভাগ ক্রিকেট লীগ উদ্ভোধন করা হয়েছে।
১৭ নভেম্বর বুধবার সকালে জেলা স্টেডিয়ামে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তাদিরুল আহমেদ এ লীগের উদ্ভোধন করেন।
জেলা ক্রিড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রিড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, শেরপুরের ক্রিকেট উপ কমিটির সম্পাদক তৌহিদুর রহমান পাপ্পু, আম্পায়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা ক্রিড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রবিউল করিম মণি, কোষাধ্যক্ষ খোরশেদ আলম প্রমুখ।