শেরপুরে ১৮শ পিস ইয়াবাসহ মোঃ তাওহিদুল আলম নামে এক মাদক কারবারী গ্রেফতার করেছে র্যাব। র্যাব -১৪ এর একটি আভিযানিক দল আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে সদর উপজেলার কানাশাখলা বাজার এলাকা থেকে গ্রেফতার করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
তাওহিদুল আলম কক্সবাজার জেলার সদর থানার মহুরীপাড়া গ্রামের মৃত নুরুল হকের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কানাশাখোলা বাজারের মেসার্স জুলেখা ট্রেডার্সের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব । পরে তল্লাশী করে ট্রাভেল ব্যাগে রাখা ইয়াবাগুলো জব্দ করে। যার আনুমানিক মূল্য পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকার মতো হবে। এসময় নগদ টাকা সহ দুটি মোবাইল ও সীমকার্ড জব্দ করা হয়।
এ ব্যাপারে শেরপুর সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।