দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার উদ্যোগে দুই দিনব্যাপী রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৮টা থেকে দুই দিনব্যাপী কুমরী বাজিত খিলা ইয়াতিমখানা মাদ্রাসা প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
শেরপুর জেলা শাখার আমির মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান বাদলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামিউল হক ফারুকী। কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য, মুঞ্জুরুল ইসলাম ভুইয়া, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য এডভোকেট নাজমুল হক সাঈদী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও টাংগাইল জেলা আমির আহসান হাবিব মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও টাংগাইল জেলার সাবেক আমির, অধ্যাপক আবদুল হামিদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, জামালপুর জেলা আমির মাওলানা আব্দুস সাত্তার, সেক্রেটারি, এডভোকেট আব্দুল আওয়াল, আমেরিকা প্রবাসী মুনার কর্ম পরিষদ সদস্য ও সাবেক ময়মনসিংহ জেলার প্রতিষ্ঠাতা সভাপতি ময়েজ উদ্দিন প্রমুখ।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলার সহকারি সেক্রেটারি আবুল কালাম আজাদ, কর্ম পরিষদ সদস্য, আব্দুল আওয়াল, আব্দুর রহমান, আনোয়ার হোসেন,মাহফুজুর রহমান, জেলার সাবেক সেক্রেটারী হাফেজ মাওলানা আব্দুল বাতেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা বলেন, দীর্ঘ প্রায় ১৭ বছর প্রকাশ্যে সকল রুকনদের একসঙ্গে নিয়ে সম্মেলন করা সম্ভব হয়নি, কিন্তু কার্যক্রম থেমে থাকেনি। স্বল্প পরিসরে সম্মেলন হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর এবার বড় পরিসরে জেলার সব রুকনদের নিয়ে সম্মেলন হয়েছে। এই সম্মেলনের মাধ্যমে রুকনদের সরাসরি ভোটের মধ্যে নতুন আমির নির্বাচিত হবে।