‘বাজুক পাণে বজ্রভেরী, অকুল সে উৎসবে’-এমন স্লোগান, আবৃত্তি, আলোচনার মধ্য দিয়ে শেরপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে ১৬৩ তম রবীন্দ্রজয়ন্তী উদযাপিত হয়েছে। বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা শেরপুর জেলা শাখা সোমবার (১৩ মে) রাতে জেলা শিশু একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠানমালার আয়োজন করে।
সংস্থার জেলা শাখার সভাপতি নির্মল দে’র সভাপতিত্বে এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামালপুর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন অধ্যাডক ড. সুধাময় দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ শিব শংকর কারুয়া, জেলা কালচারাল কর্মকর্তা আতিকুর রহমান, শিল্পী তপন সারোয়ার, শিক্ষক মলয় মোহন বল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খান।
শিল্পী দেবাশীষ দাস মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক সুতপা দত্ত লুনা, শিল্পী ইউসুফ আলী রবীন, প্রকৌশলী শুজিত নিয়োগী, রবীন্দ্র সঙ্গীত শিল্পী ডা. তিলক বসাক প্রমুখ। পরে সংস্থার শিল্পীরা কবিতা আবৃত্তি ও রবীন্দ্র সংগীত পরিবেশন করেন।